রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে এক মাসের মাথায় লাশ হলো ৪ যুবক

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ মে) বিকেলে রায়পুর পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে নিহত হয় তারা। নিহত দুই যুবকের নাম কাদের হোসেন (২১), রবিন হোসেন (২৮)। নিহত কাদেরের বাবার নাম খোরশেদ আলম। রবিনের বাবা জাকির হোসেন পেশায় রিকশা চালক।

নিহত দুজন ছাড়াও ঘটনাস্থল থেকে সাকিব হোসেন (২৩) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এর আগে গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়িতে একই ধরনের মর্মান্তিক ঘটনায় আরো দুই যুবক নিহত হন। ওই ঘটনায় মামলা না হওয়ায় প্রকৃত ঘটনা আড়ালেই থেকে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুর পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নামতে দুই শ্রমিক নিয়োগ করেন সোহেল নামের এক ব্যাক্তি। ট্যাংকে নামার পর ওই দুই যুবক অচেতন হয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত কাদেরের ছোটো ভাই টুটুল (১৬) বলেন, কাদের আমার বড় ভাই তিনি নিহত হয়েছেন। সোহেল কন্ট্রাক্টর আমার ভাইকে নামিয়েছে। ঝুঁকি জেনেও তাদেরকে নামানো হয়েছে। জানা যায়, বাড়িতে থাকাকালীন সময়ে তাদের বিষয়ে জানতে পারেন পরিবারের সদস্যরা। নিহত রবিনের বাবা বলেন, আমার ছেলে মারা গেছে। আমার বলার ভাষা নেই। আমি মামলায় যাবো না।

এর আগে গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়িতে একই ধরনের মর্মান্তিক ঘটনায় আরো দুই যুবক নিহত হন। সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য সুইপার হযরত আলী ওরফে খোকন সেপটিক ট্যাংকিতে নেমে উপরে ওঠছেনা দেখে বাড়ীর মালিক রিয়াদ মই দিয়ে ওই ট্যাংকে নামার চেষ্টা করেন। এক পর্যায়ে মই ভেঙে রিয়াদও ট্যাংকের ভেতর পড়ে যান।

পরে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ওই ঘটনায় মামলা না হয়নি। আজকের ঘটনায়ও একটি মহল জোর তদবির চালিয়ে যাচ্ছে যেন মামলা মোকদ্দমা না হয়। এ ঘটনায় নিহত কাদের হোসেন ও রবিন হোসেনের স্বজনদের কান্নায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.