রায়পুরে সাবেক সেনা সার্জনসহ স্ত্রী-মেয়ের ওপর হামলা, ভাংচুর, জিম্মি থেকে উদ্ধার

শেয়ার

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সাবেক এক সেনাসার্জনসহ স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় বসতঘরের আসবাবপত্র ভাংচুর, স্বর্ণ ও টাকা লুটপাট করে নিয়ে তালাব্ধ করে রাখা হয়। এঘটনায় সার্জেন ৯৯৯ নাম্বারে ফোন করলে রায়পুর থানা পুলিশ তাদের উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রোববার সকালে রায়পুর থানায় ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল আলম।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধায় রায়পুর পৌরসভার তিন নং ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের মসজিদ বাড়ীর পাশে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মো. রফিকুল আলম, তার স্ত্রী রুমা আক্তার ও কলেজ পড়ুয়া মেয়ে রেহানা আক্তার কে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে।

সাবেক ওই সেনাসদস্যের লিখিত অভিযোগে বলা হয়েছে, রফিকুল আলমের সাথে ২০০৮ সাল থেকে একই এলাকার মো. শিপন গংদের জমি নিয়ে বিরোধ চলছে। চলতি বছরের ২৮ নভেম্বর বিরোধকৃত জমিটি কাঁটা তারের বেড়া দিয়ে দখল করে নেয় শিপন গংরা। শনিবার বিকালে ওই বিরোধকৃত জমির ১৬টি ফলের গাছ কেটে তার বসতঘরের সামনে রেখে দেয় ইব্রাহিম মিয়াসহ তার ছেলে শিপন ও আরিফ।
এসময় বাঁধা দিলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ইব্রাহিম, শিপন, আরিফ ও সবুজসহ ১০-১২ দেশীয় অস্ত্র নিয়ে মো. রফিকুল আলমের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তাঁকেসহ স্ত্রী ও মেয়েকে রড দিয়ে পিটিয়ে আহত করে।

এসময় বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণ ও টাকা লুটসহ ২ লক্ষ টাকার ক্ষতি করে। পরে ৯৯৯ ফোন করলে রায়পুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেভ­র্তি করে।

মো. রফিকুল আলম বলেন, ‘আমাকে মেরে ফেলার জন্যই এঘটনা ঘটিয়েছে বখাটে শিপন, সবুজ ও আরিফসহ ১০-১২ জন। আমার দেওয়া লিখিত অভিযোগটি তদন্ত করে মামলা হিসেবে নেওয়া হোক এবং আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’

সেনাবাহিনীর সাবেক সদস্য রফিকুল আলমসহ তার স্ত্রী ও মেয়ের ওপর হামলা এবং ভাংচুর ও লুটপাট চালানোর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন, সবুজ ও আরিফ। এ বিষয়ে রোববার দুপুরে মুঠোফোনে সাংবাদিক আজাদকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা রটানো হচ্ছে।’আমাদেরকে উল্টো তারা মারধর করে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, ‘অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.