রায়পুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

যান চলাচলে শৃঙ্খলা আনতে রায়পুর-চাঁদপুর মহাসড়কে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় পুলিশ, সেনাবাহিনীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (১১ নভেম্বর) বিকাল থেকে থেকে রায়পুর পৌর শহরের রায়পুর-চাঁদপুর মহাসড়কের লেংড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁন।

তিনি বলেন, ‘আমরা রায়পুর-চাঁদপুর মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছি। অনেক যানবাহনের কাগজপত্রে অনিয়ম পাওয়া গেছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.