রায়পুরে সংখ্যালঘু স্কুল ছাত্রী নিখোঁজ, ৪ দিনেও সন্ধান মেলেনি

শেয়ার

প্রদীপ কুমার রায় বিশেষ প্রতিনিধি:

নিখোঁজ হওয়ার ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রায়পুর উপজেলার ক্যাম্পের হাট এস,সি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী অথৈ মজুমদারের।

গত ৩০ মে বৃহস্পতিবার সকালে দক্ষিন চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর নিজ গ্রাম থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি সে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পর তাকে না পাওয়ায় পরদিন রায়পুর থানায় একটি হারানো ডায়েরি (জিডি) করেন নিখোঁজ ছাত্রীর বাবা অনু মজুমদার।

ছাত্রীর বাবা অপু মজুমদার বলেন, গত বৃহস্পতিবার সকালে কোচিং ও স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় অথৈ মজুমদার। কোচিং শেষে তারা স্কুলের প্রথম ক্লাসও করেছিল। কিন্তু এর পর থেকেই তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সহপাঠীদের কাছে জানতে পারি ওই দিন অথৈ মজুমদার স্কুলে আসছিল। তবে কিছুক্ষণ পর তাকে আর দেখিনি তারা। সহপাঠীরা মনে করছি, সে হয়তো ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। তবে মেয়েটির বাবার দাবি তার মেয়েকে হয়তো কেউ প্রলোভনে দেখিয়ে স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে খেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় এসে বিস্তারিত জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.