প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আদর্শ শিশু নিকেতনের শিক্ষক কর্মচারীবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন, আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম, সহকারী প্রধান শিক্ষক মো: ফিরোজ আলম, সিনিয়র শিক্ষক রাজন আহমেদ, সবুজ বেপারী, প্রীতি কনা রায়, আবুল কাসেম খোকা, প্রদীপ কুমার রায়, সখিনা আক্তার লিপি, আশ্রাফুন নাহার, রোকসানা ইসলাম, সুপ্রিয়া সাহা ও পিয়ন আমেনা বেগম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীর্ঘ সময় ধরে শিক্ষকদের কথা শুনেন এবং বিদ্যালয়টির আদ্যোপান্ত জেনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।