প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, বীর মুক্তিযোদ্ধা শফি উল্যা, ডাক্তার মঞ্জুরুল আালম, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশসিনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মুজিবনগর। অপর দিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।