প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় প্রাইম ডায়গনস্টিক কমপ্লেক্স (প্রাঃ) নামে একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্ধোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
রবিবার ০২ জুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, শহীদ উল্যা বিএসসি, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, ওসি ইয়াছিন ফারুক মজুমদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া প্রমুখ।