রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে লক্ষ্মীপুরের রায়পুরে কুরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় তার কর্মের ওপর আলোচনা করা হয়েছে। পরে ওই মাদ্রাসাও এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার সময় দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রতিনিধি তাবারক হোসেন আজাদ এবং উপজেলা স্বজন সমাবেশের ব্যবস্থাপনায় রায়পুর শহরের পীর বাড়ীর মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা শামিম হোসেন দোয়া পরিবেশন করেন। এ সময়
প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালি, স্বজন সমাবেশের আহবায়ক প্রভাষক এমরান হোসেন খন্দকার, সদস্য সচিব শিক্ষক মোবারক হোসেন, মাতৃছায়া হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী, সাংবাদিক মাজেদ হোসেন, মোঃ রনি, বিশিষ্ট ব্যাবসায়ী নাসির উদ্দিন, আজহার উদ্দিন, মোঃ আমিন, স্বজন মাহম্মদ আলী ও অত্র মাদ্রাসার শিক্ষকগন প্রমুখ উপস্থিত ছিলেন।