রায়পুরে বিক্ষোভকারীদের শ্লোগান ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: কোটা সংস্কার, শিক্ষার্থীদের উপর হামলা, ৬ শিক্ষার্থী নিহতসহ শতশত শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে রায়পুর পৌরশহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের থানার মোড় এলাকার প্রাইম ব্যাংকের সামনে অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ যুবদল-ছাত্রদল এবং শিবির সমর্থিতরা অংশ নেন। বিক্ষোভকারিরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি শ্লোগানে রাজপথ মাতিয়ে রাখে। এসময় শহরজুড়ে তিব্র যানজটসহ আতংক ছড়িয়ে পড়লেও পুলিশের সতর্ক পাহারায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.