রায়পুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে গ্যাস বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধগতি এবং আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রায়পুর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ৮ এপ্রিল পৌর শহরের টি সি রোডে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠুর পরিচালনায় এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ জনাব আবুল খায়ের ভূঁইয়া। বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র এবিএম জিলানী, আবু জাহের মিয়াজী, শফিকুল আলম আলমাস, ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.