প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে গ্যাস বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধগতি এবং আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রায়পুর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার ৮ এপ্রিল পৌর শহরের টি সি রোডে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠুর পরিচালনায় এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ জনাব আবুল খায়ের ভূঁইয়া। বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র এবিএম জিলানী, আবু জাহের মিয়াজী, শফিকুল আলম আলমাস, ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।