রায়পুরে বাজারমূল্য স্থিতিশীল রাখতে পাঁচ ব্যাবসায়ীর জরিমানা

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ একটি মামলায় ব্যবসায়ীর দশ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন চারটি মামলায় ৫৫হাজার টাকাসহ পাঁচটি মামলায় ৬৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেন। কৃষি বিপণন আইন/২০১৮ এর ধারা লঙ্ঘের জন্য মেসার্স জনতা ট্রের্ডাসকে ১০,০০০টাকা, মেসার্স খান ট্রের্ডাসকে ২০,০০০ টাকা, মেসার্স এয়ার মোহাম্মদ ট্রেডার্সকে ১০,০০০ টাকা, আল আমিন রাইচ এজেন্সীকে ৫০০০ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়।

এসময় জেলা মার্কেটিং অফিসার মোঃ মনিরুল ইসলাম এবং রায়পুর থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.