রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ।

গ্রামীণ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করলেন তিনি।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ৫নং চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

রায়পুর উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরেপড়া রোধে এ কর্যক্রম চালু হয়েছে।

ইউএনও অন্‌জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম। ইউপি চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ। ইউএনও অন্‌জন দাশ জানান, তার পরিকল্পনায় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এ ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থী ঝরে পড়া রোধ হবে। পুষ্টির চাহিদাও পূরণ হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.