রায়পুরে পানিত ডুবে যমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেবীপুরে পানিতে ডুবে দুই শিশু বোনের মৃত্যু হয়েছে।

নিহত দুই শিশুরা হচ্ছে, দেবীপুর এলাকার আনোয়ার হোসেন পুটন এর মেয়ে ৪ বছরের হিরা আক্তার ও মুক্তা আক্তার। তারা দুইজনই যমজ বোন। এই মর্মান্তিক মৃত্যুতে নিহত শিশুর পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে ১০নং ইউনিয়ন ০২ নং ওয়ার্ড বাগানী বাড়ীতে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার। তিনি গনমাধ্যমকর্মীদের বলেন,দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিহতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিজ বাড়ির উঠানো হিরা আক্তার ও মুক্তার হোসেন দুই শিশু বোন খেলাধুলা করছিল। হঠাৎ সবার অগোচরে উঠান থেকে পাশের পুকুরে পানিতে ডুবে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পাওয়ায় পুকুরের তাদের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুকুর থেকে দুই শিশু জমজ বোনের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নিহত শিশুর পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম সুমন চৌধুরী বলেন, দুই বোন পানিতে ডুবে মারা গেছে। তাদের বয়স ৪। দুই শিশু যমজ বোন। এই মৃত্যু মেনে নেয়ার মত নয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.