প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষে দেশ, জাতির মঙ্গল কামনা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান এর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস-চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, হাজী মাজেদা, রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার, পিআইও আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্কুল–কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।