রায়পুরে নিজ অর্থায়নে ইউনিফর্ম ও স্কুল ব্যাগ বিতরণ

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে ইউএনও’র কাছ থেকে ইউনিফর্ম ও স্কুল উপহার পেয়ে উচ্ছসিত কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলার রাখালিয়া আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন করে শিক্ষার্থীকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্জন দাশের নিজ উদ্যোগ ও অর্থায়নে ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

সোমবার স্কুলের ক্লাস রুমে গিয়ে এই ইউনিফর্ম বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ। এর আগে ৩ সেপ্টেম্বর বিতরণ করেন পূর্ব প্রতিশ্রুতির স্কুল ব্যাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম, প্রধান শিক্ষকসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ

ইউনিফর্ম পাওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ইউএনও স্যারের কাছে আমরা কয়েকদিন আগে আমাদের স্কুল ইউনিফর্ম চেয়েছিলাম, আজকে স্যার নিজে আমাদের জন্য এগুলো নিয়ে আসছে। ইউনিফর্ম পেয়ে আমরা খুবই আনন্দিত। এখন থেকে আমরা প্রতিদিন স্কুল ড্রেস পরে স্কুলে আসবো।

ইউএনও অন্জন দাশ বলেন, গত কিছুদিন আগে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার সময় তারা আমার কাছে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেন, তার মধ্যে তাদের একটা চাহিদা ছিলো ইউনিফর্ম। তখন তাদেরকে কথা দিয়েছিলাম ইউনিফর্ম দিবো। সোনাপুর প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের কথা রাখতে পেরে আমি আনন্দিত।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.