রায়পুরে নদীতে নেমে কচুরিপানা অপসারণ করলেন এমপি

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

রায়পুরে কচুরিপানা জটে দুর্দশায় পরিণত এককালের প্রবাহমান ডাকাতিয়া নদীর কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় এমপি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ওয়াপদা কলোনী এলাকায় মেয়রের উদ্যোগে এ কর্মসূচীতে নদী তীরবর্তী উপকার ভোগী, আওয়ামীলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ এতে স্বতস্ফুর্ত অংশ নেয়।

পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ওসি ইয়াছিন ফারুক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, ডাকাতীয়া নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ রায় প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.