প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন সদ্য যোগদান কৃত লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া জাহান।
বিকালে উপজেলা পরিষদের হল রম্নমে উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ এর সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাথিয়া পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপ-পরিচালক কাম কীপার, জাতিতাত্ত্বক জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ড. মোঃ আতাউর রহমান, পৌর মেয়র জনাব গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার ভূমি জনাব রাসেল ইকবাল, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, সবুজসেনা খেলাঘর আসর, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, রায়পুর উপজেলার সকল ইউ পি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশাজীবীর নেতৃবৃন্দ।