রায়পুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে

জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে রায়পুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বেলুন উড়িয়ে এ মেলার শুভ সূচনা করেন।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার প্রতিটি ইউনিয়ন একটি করে স্টল দেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অফিস একটি, উপজেলা নির্বাহী কার্যালয় একটি, আইসিটি বিভাগের স্টলসহ ১৪টি স্টলে স্থানীয় সরকারের নানা সেবা জনসাধারণকে তাৎক্ষণিক প্রদান করা হয়।

উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার ভুমি রাসেল ইকবাল, প্রকৌশলী সুমন মুন্সি, আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায় প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গনমান্য ব্যাক্তিবর্গসহ ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা অনজন দাশ বলেন, উন্নয়ন মেলায় সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তকরা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্ত সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ১৪টি স্টল রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.