প্রদীপ কুমার রায, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে সাবেক জেলা পরিষদের সদস্য ও রায়পুর উপজেলা যুবলীগের আহ্বয়ক মন্জুর হোসেন সুমন (৪৬)মারা যায়।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত সুমন উপজেলার চরবংশী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহর বড় ছেলে। তিনি পিতা- মাতা- স্ত্রী-তিন শিশু সন্তান-স্বজন সহ অগনিত শুভাকাঙ্খি রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় রায়পুর উপজেলার হায়দরগন্জ তাহেরিয়া রচিম উদ্দিন ঈদগা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সুমন ডেঙ্গু আক্রন্ত হয়ে ঢাকার গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভতি হয়ে সাতদিন পর চিকিৎধীন অবস্থায় মারা যান। তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন, যুবলীগের কেন্দ্রিয় সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক এমপি ফুটবল ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশীদ, বাংলাদেশ এসেনসিয়াল ড্রাগসের পরিচালক ডাক্তার এহসানুল কবির জগলুল, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন ও রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ। তারা সবাই শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।