প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রায়পুর পৌর শহরের উত্তর মাথা কলেজ রোড কাজী মডেল ফার্মেসীর পূর্ব পাশে, মিজান টাইলস্ এর দ্বিতীয় তলায় শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াসিন ফারুক মজুমদার ও রায়পুর পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ। এসময় শাখার ভিপি ম্যানেজারসহ রায়পুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী এবং নানা শ্রেণি পেশার বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন দোয়া ও মিলাদ মাহফিল শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।