রায়পুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

রায়পুর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ঘূর্নিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ মে) তিনি গাইয়ারচর, চর আবাবিল, ঝাইডগি, মিয়ার হাট, চরবংশী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়ে তাদের শান্তনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে দ্বিতীয় ধাপের ২১ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিজয় লাভ করায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজসহ সাধারণ মানুষ অবিরত ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যাচ্ছেন। গত শনিবার ২১ মে উপজেলা নির্বাচনের দিন ফলাফল ঘোষনার পর থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে সংক্ষিপ্ত সময় নিয়ে নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন। হাড্ডহাড্ডি লড়াই শেষে প্রতিদ্বন্ধি প্রার্থীকে প্রায় ২৯শ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হওয়ায় নেতা-কর্মী ও আওয়ামীলীগের সমর্থকরা অধক্ষ্য মামুনুর রশিদকে কাছে পেয়ে আনন্দ উল্লাস করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অনেকে আবেগাপ্লুত হয়ে নব নির্বাচিত চেয়ারম্যানকে বুকে জড়িয়ে ধরে তার সঙ্গে কোলাকুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা, কেউ দিচ্ছেন ফুলের তোড়া, টাকার মালাও পরিয়ে দিচ্ছেন কেউ আবার ব্যান্ড পার্টি বাজিয়ে নেচে গেয়ে অভিনন্দন জানাচ্ছেন কেউ। এতে বিন্দুমাত্রও বিরক্ত হচ্ছেন না তিনি। অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, এই বিজয় রায়পুর উপজেলার সর্বস্তরের জনগনের। এই বিজয় আমার প্রতিটা নেতা-কর্মীর। আমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, উন্নয়নে পিছিয়ে রায়পুর উপজেলার উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে আমার, এখন তা বাস্তবায়নের পালা। আমি আপনাদের সহযোগিতায় রায়পুরকে স্মার্ট রায়পুর গড়বো,ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, সব কিছুর পরিবর্তন হচ্ছে, আমি পরিবর্তন চাই। যেমন, ভোটের পর নেতা-কর্মীরা বিজয়ী প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আমি তার উল্টো। আমি বিজয়ী হওয়ার পর নেতা-কর্মীদের বাড়ীতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছি। তিনি বলেন, আমার সাথে সাক্ষাৎ করতে আমার পিছু হাটতে হবে না। কোন নেতা বা দালাল ধরতে হবে না। আমি নিজেই এলাকায় এসে আপনাদের সাথে দেখা করবো। আপনাদের খোজ খবর রাখবো।

এসময় সফর সঙ্গী হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.