প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সমাজসেবা অধিদপ্তর রায়পুর উপজেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
‘সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, সমাজ সেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।