প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে শাহ আলম স্বপন (৪৩) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের একটি সুপারি বাগানে মরদেহটি পাওয়া যায়। ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ছুরি উদ্ধার করে।
শাহ আলম পেশায় অটোরিকশার ড্রাইভার ছিলেন। লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের কুদ্দুস হাওলাদার বাড়ির বাসিন্দা তিনি। তাঁর বাবার নাম শাহাজাহান। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১১টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে তাঁর অটোরিকশা ও ব্যবহৃত মোবাইলটিওর হদিস পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই এলাকার হাজী বাড়ির সামনের রাস্তায় রক্ত ও পাশের আবু তাহেরের সুপারি বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে- অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে মেরে রাস্তার পাশে ফেলে গেছেন।
নিহতের স্ত্রী শাহিনুর বেগম (৩৫) বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টা থেকেই তাঁর মোবাইল বন্ধ পাচ্ছিলাম। রাতে ঘরে না ফেরায় আমরা উৎকন্ঠার মধ্যে ছিলাম। অজ্ঞাতনামা দুস্কৃতিকারিরা আমার স্বামীকে সুকৌশলে লক্ষ্মীপুর সদর থানা এলাকা থেকে রায়পুরের ওই স্থানে এনে হত্যা করেন। ওই সময় তারা আমার স্বামীর সাথে থাকা মোবাইল ও অটোরিকশাটি নিয়ে যায়। প্রায় এক মাস আগে এনজিও থেকে এক লাখ ১০হাজার টাকা ঋণ নিয়ে আমার স্বামী ওই অটো রিকশাটি কিনেছিলেন। স্বামী ও রিকশা দুটি হারিয়ে আজ আমি নি:স্ব। আমি স্বামী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তদের কবল থেকে অটোরিকশাটি রক্ষা করতে গিয়েই ড্রাইভার শাহ আলম স্বপনকে জীবন দিতে হয়েছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় এজাহার দিয়েছেন। অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।’