প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং চর আবাবিল রচিম উদ্দিন স্কুলের ৮ম শ্রেনির ছাত্রীকে ইভটিজিং করায় জিহাদ হোসেন (১৮) নামের এক যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জিহাদ উপজেলার চরবংশী গ্রামের বাবুল হোসেনের বখাটে ছেলে।
জানা যায়, অভিযুক্ত জিহাদের বাড়ি জামতলা ব্রিজের নিকটে। তার পিতার নাম মোঃ বাবুল হোসেন। সে শহর আলীর মোড়ে বসে কয়েকদিন যাবৎ মেয়েদেরকে বিরক্ত করতো। আজ সোমবার মেয়েটির পরিবারের লোকজন ও স্কুলের শিক্ষকসহ তাকে রচিম উদ্দিন স্কুল সংলগ্ন শহর আলীর মোড় থেকে আটক করে।
এ সময় সে একটি বিদেশি অটো ছুড়ি (সুইচ গিয়ার) দিয়ে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে ও আক্রমণ করার চেষ্টা করে।
খবর পেয়ে হায়দারগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে আসে এবং জিহাদকে আটক করে। তার পকেটে থাকা বিদেশি অটো ছুরি( সুইচ গিয়ার), কিছু গাঁজা, গাজা ভর্তি সিগারেট ও একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে। তাকে লক্ষীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, জিহাদ মেয়েটিকে উত্যক্ত করার স্বীকারোক্তি মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। এসময় তার কাছ থেকে গাজা ভর্তি কয়েকটি সিগারেট ও একটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।