রায়পুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

শেয়ার

প্রদীপ কুমার রায়:

রায়পুর শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার অভিযানে নেমে রায়পুর থানা পুলিশ ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ চোরকে আটক করেছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে মোটরসাইকেলসহ আটকদের থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন- রায়পুর ১০নং ইউনিয়নের দেবীপুর গ্রামের মুনসুর আহম্মদের পুত্র সোহেল (৩০) ও আনোয়ার হোসেন (৩৫), লক্ষ্মীপুর সদর উপজেলার চরমার্টিন গ্রামের আবুল কাসেমের পুত্র আনোয়ার হোসেন শামীম (২২), চাঁদপুর জেলার কচুয়া থানার চাংপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মোহাম্মদ জুয়েল (২৪), ও বিতারা গ্রামের নুরুল ইসলামরে পুত্র শামছুল হক।

পুলিশ জানিয়েছে, গত ডিসেম্বরে পৌর শহর থেকে মোটরসাইকেল চুরি মামলার সূত্র ধরে পুলিশ অভিযানে নামে। আটককৃত এই ৫ চোরের স্বীকারোক্তি মতে পুলিশের বিশেষ টিম চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে বাইক উদ্ধার করে। মোটরবাইক চোর গ্যাংয়ের আটক ৫ সদস্য প্রকাশ্য দিনের বেলা মোটরসাইকেল চুরির মাধ্যমে রায়পুরের বাইক ব্যবহারকারীদের তটস্থ করে রেখেছিলো।

প্রেস ব্রিফিংয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা ২০২৩ সালের ডিসেম্বরের একটি মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাই। পরে গ্রেফতারকালে তাদের কাছ থেকে পালসার ব্রান্ডের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা বেশ কয়েকদিনের প্রচেষ্টায় সফল হয়েছি। রাতে এবং দিনের বেলায় চোরাই গ্যাং সক্রিয় ছিলো। এদেরকে আমরা আটক করতে পেরেছি। মনে রাখতে হবে চোর সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। এখানে জনগণকে সচেতন হতে হবে। বিশেষ করে বাইকগুলো পার্কিংয়ের সময় তালা লাগানো উচিৎ। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.