রায়পুরে ঘূর্ণিঝড়ে পান বরজের ব্যাপক ক্ষতি, কৃষি বিভাগ উদাসীন!

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার রাতে ঘূর্ণিঝড় রিমালের আঘাত এবং জলাবদ্ধতায় কয়েকশত চাষির ৩৫০ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন পানচাষিরা।

উপজেলার প্রায় ১৩’শ পানচাষির পানের বরজ প্লাবিত হয়েছে বলে জানায় কৃষি সম্প্রারণ অধিদপ্তর। বরজে পানি ঢুকে পান নষ্ট হয়ে যাওয়ায় পুরো জেলায় পান সরবরাহ ও বাজারের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা সংশ্লিষ্ট স্থানীয় পান ব্যবসায়ীদের। উদমারা ও ক্যাম্পেরহাটসহ কয়েকটি এলাকার পান চাষিদের অভিযোগ কৃষি অফিসের কোন কর্তাই দূর্যোগে মাঠে সরেজমিন আসেননা ও আমাদেরকে কোন সহযোগিতা করেন না। পরপর দুইবার পানচাষিরা ক্ষতিগ্রস্ত হলেও উপজেলার কৃষি কর্মকর্তারা এখনো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেননি ফলে আমাদেরকে পোহাতে হয় চরম দুর্ভোগ।

No description available.

বুধবার (২৯ মে) সরেজমিন মেঘনা উপকূলীয় রায়পুর উপজেলার চরমোহনা, বামনী, কেরোয়া, সোনাপুর, রায়পুর, চরপাতা, উত্তর চরবংশী, দক্ষিন চরবংশী, উত্তর চরআবাবিল ও দক্ষিন চর আবাবিল ইউপির ক্যাম্পেরহাটসহ ১৫টি গ্রামের পানচাষ সমৃদ্ধ এলাকা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পানের ক্ষয় ক্ষতির বিভিন্ন তথ্য জানা গেছে।

রায়পুর কৃষি অফিস সূত্রে জানা যায়, সোমবার ঘুর্ণিঝড় রিমালের আঘাতে রায়পুর উপজেলার ক্যাম্পেরহাট, হায়দরগন্জ, ঝাউডুগী মোল্লারহাট, চরকাছিয়া, চরজালিয়া, মিয়ারহাট, খাসেরহাট, বেড়ির মাথা ও আখন বাজার, উদমারা, পাঙ্গাশিয়া, গাইয়ারচর, চরপক্ষি, কাঠেরপুল, মিতালিবাজার, বাংলাবাজার, কবিরহাট, শায়েস্তানগর, দেবিপুর, বাবুরহাট ও উত্তর রায়পুর গ্রামের পান চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরেজমিনে কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ পানের বরজে পানি প্রবেশ করেছে। যেসব বরজ থেকে পানি নামছে সেসব বরজে পানের পাতা নেতিয়ে পড়ছে। চর আবাবিল ইউপির ক্যাম্পেরহাটের রুহুল আমিন জানান, পান চাষই তার একমাত্র আয়ের মাধ্যম।

সোমবারের ঝড়-বৃষ্টি ও জলাবদ্ধতায় ৫ লাখ টাকার বরজের ক্ষতি হয়েছে। কারও কাছে টাকা পাবেন বলে মনে করছেন না।ভাবছেন, গরু বিক্রি করে বরজ মেরামত করতে হবে। কৃষি অফিস থেকে কোন অফিসার তখনও খবর নেননি। চরবংশী ইউপির আখন বাজার গ্রামের রূপক মজুমদার ও মাসুদ মিয়া জানান, গ্রামের অধিকাংশ পরিবারের জীবিকা পানচাষের ওপর নির্ভর। সারা বছর পরিবারের সবাই বরজের পরিচর্যা করে পান বিক্রি করে সংসার চালান। সরকারি কোন সহযোগি তারা পাননা। এবার ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতায় এলাকার সব পানের বরজ প্লাবিত হয়েছে। বরজের ক্ষতির কারণে ঋণের বোঝা বাড়ছে। এ অবস্থায় সরকারি সাহায্য ছাড়া তাদের মতো ক্ষুদ্র পানচাষিদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় পানচাষিরা বছরের পর বছর তাদের দূর্ভোগ লাঘবে সুবিধামত স্হানে খাল খনন করে সহজে পানি নিষ্কাশনের দাবিও জানান।

রায়পুর উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন জানান, ‘৩৫০ হেক্টর জমিতে ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতায় বরজের ক্ষতি হয়। পানগাছের গোড়ায় পানি জমে থাকলে ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান জানান, ‘পান রায়পুরের অন্যতম অর্থকরী ফসল। ঘূর্ণিঝড় আঘাতের পর জলাবদ্ধতায় চাষিদের দুর্ভোগ যেন না বাড়ে এজন্য স্লুইসগেইট খুলে দেওয়া হয়েছে -যাতে দ্রুত পানি নেমে যেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি উপজেলা প্রশাসনও সহযোগিতা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.