প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে দুটি করে ফুটবল, নেট ফেদারসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং ফলজ বনজ গাছের চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ এর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান, হাবিবুর রহমান ও মোঃ কামরুল ইসলাম প্রমুখ।