রায়পুরে এলএম স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিুল ইসলাম বাঙ্গালী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মোরশেদুল ইসলাম, ইকরাম হোসেন মুকুল পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকরা।

এসময় বক্তরা বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীর নৈতিক উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়ণপত্র অভিাবকদের হাতে তুলে দেওয়া হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.