প্রদীপ কুমার রায, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের পীর ফয়েজ উল্যা রোডে বেদখল থাকা সরকারি জমিতে নির্মিত উপজেলা প্রশাসন মিনি মার্কটের চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (১০) জানুয়ারি বিকালে চারটি ঘরের চাবি ভাড়াটিয়া মো: জাকির হোসেন দেওয়ানকে বুঝিয়ে দেন সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন। এসময় দৈনিক জনকন্ঠ সাংবাদিক প্রদীপ রায়, বিশিষ্ট ব্যাবসায়ী মাইনুল ইসলাম ডালিম, আলমগীর হোসন, মমিন খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।