প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর ইসলামী ব্যাংক জোনাল শাখার অধীনে পরিচালিত এজেন্ট আউটলেট গাজিনগর বাজার এজেন্ট শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গাজীনগর বাজারে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার গাজিনগর বাজারস্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী ও ইনচার্জ মো: আনোয়ার হোসেন নাবিনের সভাপতিত্বে ও মো: আদনান এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর জোনাল শাখার এফ.এ.ভিপি মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিদার হোসেন দেলু, এজেন্ট ইনচার্জ মো: ইমরান উদ্দিন,মাওলানা মাসুদুর রহমান। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের।