প্রদীপ কুমার রায়, রিশেষ প্রতিনিধি:
রায়পুর পৌর শহরের মার্চ্চেন্টস একাডেমী মার্কেটের সুপরিচিত ব্যবসায়ী সন্তোষ দাস (৬৮) বুধবার গভীর রাতে স্ট্রোক জনিত কারনে নিজ বাসায় মৃত্যূ বরণ করেন (ওঁ দিব্যান লোকান্ স্ব গচ্ছতু:।
মৃত্যূকালে তিনি স্ত্রী, তিন পুত্র নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার দুপুরে পৌর মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যূতে কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ প্রাঞ্জলানন্দ পুরী গুরু মহারাজ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।