আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার পার্টি ও পৌর জাতীয় পার্টির সম্মেলন সোমবার (১০ এপ্রিল) রামগঞ্জ পার্টি প্যালেজে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ্।
রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব সাহাদাত হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্ততি কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক চৌধুরী আহমদ উল্লাহ, রায়পুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহার, রামগতি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোঃ হান্নান, রামগতি উপজেলা যুবসংহতি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিরাজ উদ্দিনসহ রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত সবার সিন্ধান্তক্রমে আবুল হোসেন পাটোয়ারীকে পৌর জাতীয় পার্টির সভাপতি ও আলহাজ্ব সাহাদাত হোসেন বাবুলকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদ।