রামগতি সার্কেল মারুফা নাজনীন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি

শেয়ার

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি পেলেন ১০৫ জন সহকারী পুলিশ সুপার। রবিবার ০২ মে ২০২১ তারিখ স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়। মারুফা নাজনীন স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যোগদান করেন ২০১৪ সালে। এরপর তিনি ২০১৯ সালের শেষের দিকে লক্ষ্মীপুরের (রামগতি সার্কেল) এএসপি’র দায়িত্ব পালন করেন। ২ মে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ শেষের দিকে রামগতি সার্কেল হিসেবে যোগদান করার পর বিভিন্ন এলাকায় মাদক ও ইফটিজিং’র বিষয়ে জনসচেতনামূলক কাজ করে চলেছেন। করোনা কালীন সময় জনসচেতনতামূলক প্রচার ও নিজ উদ্যোগে গরিব অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে ছুটেছেন। শীতের সময় পথশিশুদের পোষাক সংকট মিটানোর জন্য মানবতার দেওয়াল তৈরী সহ অসংখ্য মানবিক কাজ করেছেন যাতে করে রামগতি সার্কেল যথা রামগতি-কমলনগর উপজেলায় মানুষের মনে যায়গা করে নিয়েছেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.