রামগতি পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

শেয়ার

রামগতি প্রতিনিধি : ল²ীপুরের রামগতি পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে জেলা র্নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এতে ব্যাংকের খেলাপী ঋণের দায় থাকার কারণে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বিএনপির ধানের শীষ প্রতিকের মেয়র পদপ্রার্থী শাহেদ আলী পুটুর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন। মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাছাই বাছাই কালে বিএনপিরমেয়র প্রার্থী ছাড়াও পৌর ৮ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ মূর্তূজা আল আমিনের মনোনয়নপত্র ব্যাংকের খেলাপী ঋণের দায় থাকার কারণে বাতিল ঘোষনা করেন।যাছাই বাছাই করে মেয়র পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন তারা হলো বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র এম মেজবাহ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আবদুর রহিম, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্যাহ ও জাতীয় পার্টির আলমগীর হোসেন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৩ জন, সাধারন আসনে ৩৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন। রামগতি পৌরসভা নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বিএনপির ধানের শীষ প্রতিকের মেয়র পদপ্রার্থী শাহেদ আলী পুটুর মনোনয়ন ফরমে তথ্য গোপন ও ব্যাংক ঋণের দায় গোপন করার কারণে তার মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে তবে তার আপীলের সুযোগ রয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.