বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুর রহিম ও রামগঞ্জে গাঁজাসহ মো. সোহাগকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে রামগতির আলেকজান্ডার বাণী সিনেমা হল এলাকা থেকে আবদুর রহিমকে ও রামগঞ্জের লামচর ইউনিয়নের উত্তর মজুপুর গ্রাম থেকে সোহাগকে আটক করা হয়।
আটক সোহাগ রামগঞ্জ উপজেলার মজুপুর গ্রামের আবদুল হকের ছেলে। আবদুর রহিম রামগতি পৌর এলাকার বাসিন্দা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুর রহিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, মাদক ব্যবসায়ী সোহাগকে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।