লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে উপড়ে ও ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ। এছাড়াও ঝড়ে কবলে বিদ্যুতের খুটি ভেঙ্গে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের কবলে পড়ে ক্ষতি হয়েছে কমলনগর উপজেলার কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়, চর জগবন্ধু ইসলামিয়া আলিম মাদ্রাসা, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে কালবৈশাখী ঝড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ঝড় কমলনগর উপজেলার চর ফলকন, চর জাঙ্গালীয়া, চর কালকিনি, সাহেবরহাট, পাটোয়ারিরহাট, মার্টিন, লরেন্স এবং রামগতি উজেলার বড়খেরী, চর আবদুল্লাহ, চর বাদামসহ প্রায় সব ইউনিয়নে আঘাত হানে।
কমলনগরের কাদির পান্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইকবাল হোসেন বলেন, ঝড়ের কবলে পড়ে তার বিদ্যালয়ের টিনের ঘর বিধ্বস্ত হয়ে যায়।
সাহেরে হাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের জানান, ঝড়ে তার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কাঁচা ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।