শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

রামগতি ও কমলনগরে ঘুর্ণিঝড় মোরা’র মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

Array

লক্ষ্মীপুর:
ঘূর্ণিঝড় মোরা’র মোকাবেলায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯মে) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যেগে দুপুর ১২টায় রামগতিতে ও ১টায় কমলনগরে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

দুপুরে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ শামছুল আলমের সভাপতিত্বে ঘুর্ণিঝড় মোরা’র মোকাবেলায়  বেশ কিছু প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলায় প্রধান কন্টোলরুম খোলা হয়েছে। এছাড়াও প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যানদেরকে প্রধান করে কন্টোলরুম খোলা হয়। ঘুর্ণিঝড় আশ্রয়নকেন্দ্র মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। উপকুলীয় এলাকায়  মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এছাড়া ও প্রত্যেক মসজিদের ইমামদেরকে দিয়ে মসজিদে মসজিদে ঘুর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিতে জনগনকে সতর্ক করা হচ্ছে।

ঘুর্ণিঝড় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, ইউপি চেয়ারম্যান মাস্টার ছাইফ উল্যাহ, ফয়সল আহমেদ রতন, হাজী হারুনুর রশিদ ও উপজেলা সিপিপি টিম লিটার মো. শামছদ্দোহা খোকন।

এর আগে রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে ঘুর্ণিঝড় মোরা’র মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতেও অনুরূপ প্রস্তুতি গ্রহন করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান...

দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে...

লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে স্কুল ভাঙচুর-লুটপাট, অনিশ্চিত পাঠদান

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দু'দফা হামলা চালিয়ে ১০ টি সেমিপাকা ও দুটি টিনসেট শ্রণিকক্ষ...

ইবির সাদ্দাম হোসেন হলের আয়োজনে অন্তিম কনসার্ট

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে অন্তিম কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১...

ইলেভেন কেয়ার একাডেমি’র আন্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান 'ইলেভেন কেয়ার একাডেমি' কর্তৃক শিক্ষার্থীদের শারিরীক সুস্থতা এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...