রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। রামগতি অনলাইন গ্রুপের আয়োজনে এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সদস্য ইসমাইল রুবেল।
১৫ই জানুয়ারী রবিবার বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার কলাকোপা গ্রামের প্রায় ১৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট্য দানবীর ও প্রবাসী মোঃ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়েজ, সাদিয়া-মহসিন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশ্রাফ উদ্দিন ফরাজী, রামগতি অনলাইন গ্রুপের এডমিন নাহিদ বিন নাসির, কমলনগর ফ্রেন্ডস ফোরাম গ্রুপের এডমিন নাদিম হোসেন স্বজন, ফটো-সাংবাদিক মোঃ ইয়াছিন, আবদুল্লাহ্ আল মামুন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ লিটন, মিজানুর রহমান সোহেল, মোঃ ইলিয়াছ সহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল বাছেত খোকন।
এ সময় পুলিশ সদস্য ইসমাইল রুবেল বলেন, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষের খুব কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব।