লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন- বড়খেরী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাসান মাহমুদ ফেরদৌস, চর আলগী ইউনিয়নের আওয়ামী প্রার্থী জাকির হোসেন লিটন চৌধুরী ও চর আবদুল্লাহ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী কামাল উদ্দিন।
মঙ্গলবার ( ১৩ মে) রাত সোয়া ৯টার দিকে রামগতি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।