রামগতি প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দকৃত জাল ধবংস করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ীর সামনে ওই জব্দকৃত জালগুলোকে প্রকাশ্যে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে মেঘনার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ। এসময় প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: হাসিবুল ইসলাম জানান, মেঘনা নদীতে অভিযানকালে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। তবে, কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।