রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি,:
লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দূর্ঘটনায় ছামিয়া (১৩) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে চর সীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
ছামিয়া চর বাদাম ইউনিয়মের ১ নং ওয়ার্ডের পশ্চিম চর সীতা গ্রামের প্রবাসী মো: সিরাজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-রামগতি রুটের সোনিয়া পরিবহন নামের একটি লোকাল বাস লক্ষ্মীপুর থেকে রামগতি আসার পথে ভোলার বাপেগ মসজিদ নামক স্থানে আসার পর বেলা ১টার দিকে দ্রুতগতিতে ছামিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই ছামিয়ার মৃর্ত্যু হয়।
দূর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটিকে থানায় নিয়ে যায়।