রামগতি :
লক্ষ্মীপুরের রামগতিতে মো. খোকন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে আলেকজান্ডার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোকন রামগতি আসলপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।