কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে ভিপি হেলালের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল (ভিপি হেলাল) ও জেলে আটকৃত ছাত্রলীগ, যুবলীগে নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে আলেকজান্ডার বাজারে বিক্ষোভ মিছিল করে যুবলীগ, মহিলালীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে মাজার রোড থেকে মিছিলটি বের হয়ে আলেকজান্ডার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, পৌর যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন জিপু, থানা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারন সম্পাদক রাকিবুল আলম আরমান, আলেকজান্ডার যুবলীগের আহবায়ক আকবর হোসেন, যুব মহিলা লীগ, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রামগতিতে ভিপি হেলালের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল
Array
