রামগতিতে ব্রিকফিল্ড মালিকের উপর নারকীয় হামলা

শেয়ার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে প্রবাস ফেরৎ ব্রিকফিল্ড মালিক মো: শরাফত আলীর উপর নারকীয় হামলা করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

বুধবার (৫এপ্রিল) দুপুরের দিকে শরাফত আলীর বৈধ ক্রয়কৃত জমি দখলের জের ধরে চর রমিজ গ্রামের গোমস্তা বাড়ীর পাশে হাজী মার্কেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূক্তভোগীর ভাই মোঃ আলী বাদী হয়ে মাহফুজুল হককে ১নং আসামী এবং ১১ জনের নাম উল্লেখ করে রামগতি থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করেন, মধ্য চর রমিজ গ্রামে গোমস্তা বাড়ীর পাশে হাজী মার্কেটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শালিশী বৈঠকে উল্লেখিত বিবাদীগণ একদলবদ্ধ হইয়া পূর্বপরিকল্পিত ভাবে বিভিন্ন এলাকা হইতে লোক ভাড়া করিয়া আনিয়া দেশীয় অ¯্র সুসজ্জিত হয়ে বাদী ও তার সহোদর ভাই ১নং স্বাক্ষীসহ পরিবারের অপরাপর সদস্যদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত ভিকটিম ও তার পরিবারের সদস্যদের স্থানীয়রা আসামীদের কবল হইতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। যাহার ভর্তি রেজি:নং- ৭৪১/১৮, তাং-০৫/০৪/২০২৩ খ্রি:।
চর রমিজ মৌজায় আরএস ১৫৬৭ ও ১৬২৬ নং খতিয়ানের ৩৫৮২, ৩৫৮৬ ও ৩৬৫৯ দাগের অন্দরে ৪২ ডিং ভূমি খরিদ সূত্রে মালিক হয়ে প্রায় ১১ বৎসর যাবৎ ভোগ দখল করিয়া আসছে। যাহার দলিল নং-৩৪২০,তাং-২৩/০৭/২০১২ খ্রি:। কিছুদিন পূর্বে উক্ত নালিশী ভূমি বিবাধীগন পরিকল্পিত ভাবে দখলের পায়তারা করিয়া ১নং আসামী মাসাধিকাল পূর্বে রামগতি থানায় বাদী হয়ে জমির চাষা ২নং স্বাক্ষীকে আসামী করে একখানা দরখাস্ত দিলে থানা তদন্তকারী কর্মকর্তা তৎসময় নোটিশ করেন। এরপর উভয় পক্ষকে নিয়ে থানায় শালিশী বৈঠকে মিলিত হয়ে জমি পরিমাপের সিদ্ধান্ত হয়।
০৫/০৪/২০২৩ইং তারিখে ভূমি পরিমাপ করার জন্য উভয় পক্ষ স্বাক্ষীগণ সহ ঘটনাস্থলে গেলে বিবাদীগণ একদলবদ্ধ হইয়া পূর্বপরিকল্পিত ভাবে বিভিন্ন এলাকা হইতে লোক ভাড়া করিয়া আনিয়া দা, ছেনি, দেশীয় অ¯্র সুসজ্জিত হয়ে বাদী ও তার সহোদর ভাই ১নং স্বাক্ষীসহ পরিবারের অপরাপর সদস্যদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর রক্তাক্ত জখম করে।
১নং আসামীর হুকুমে ২নং আসামী তার হাতে থাকা ছেনি দিয়ে ১নং স্বাক্ষীর কপালে কোপ মারলে ৬ ইঞ্চি লম্বা ও ২ইঞ্চি গভীর ক্ষতের সৃষ্টি হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এসময় ৫নং আসামী ১নং স্বাক্ষীর হাত ব্যাগে থাকা ব্রিকফিল্ড শ্রমিকদের জন্য নেয়া নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা ছিনাইয়া নিয়া যায়। ৩নং আসামী ১নং স্বাক্ষীকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে। ১নং স্বাক্ষী মাটিতে লুটিয়ে পড়ার পর ৪নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে তাকে এলোপাথারীভাবে বেদম মারধর করে। ৫নং আসামী ১নং স্বাক্ষীর বুক পকেটে থাকা (আই ফোন ১৪ প্রোম্যাক্স) মোবাইলটি নিয়ে যায়। যার বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

৬নং আসামী তার হাতে থাকা লোহার খন্তা দিয়ে ২নং স্বাক্ষীকে আঘাত করে এসময় সে অজ্ঞান হয়ে পানিতে লুটিয়ে পড়লে ৭ ও ৮ নং আসামী সহ তারা তিনজন মিলে তাকে এলোপাথারী মারধর করে হত্যার উদ্দেশ্যে পানিতে ডুবিয়ে ধরে। ৫নং স্বাক্ষীকে ৯, ১০ ও ১১ নং আসামী একযোগে হত্যার উদ্দেশ্যে লোহার খন্তা, দা ও ছেনি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে গেলে তারা তাকে বেদম মারধর ও মারাত্নক বেদনাদায়ক ফুলা জখম করে।

অপরাপর বিবাদীগন দেশীয় অস্ত্র, শ¯্র নিয়ে আমাকে ও ১নং স্বাক্ষীকে ঘিরে ফেলে ঘটনাস্থল থেকে গুম করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে সকল স্বাক্ষী এবং পাড়া প্রতিবেশীদের সহযোগীতায় তাহারা বাধাগ্রস্থ হয়। তখন স্বজন ও স্বাক্ষীদের সহযোগীতায় আমি ও ১নং স্বাক্ষীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হইলে আমাকে এবং ১নং স্বাক্ষীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল ভর্তি করে এবং উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল প্রেরণ করেন। ১নং স্বাক্ষীর মাথায় লম্বায় র্৬র্ পরিমাণ কেটে যায় এবং ২ইঞ্চি পরিমান গভীর ক্ষত হয়।

যাতে ৩টি সেলাই দিতে হয়।
ভূক্তভোগী শরাফত আলী জানান, বিবাবীগন এই ঘটনা ঘটিয়েই ক্ষান্ত হয়নি। উপরন্ত বিবাদীগন কোন রকম মামলা না করার জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তিনি ন্যায় বিচার দাবী করেন।
শরাফত আলী চর রমিজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত হাজী সফিউল আলমের ছেলে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.