রামগতি প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা উপকূলীয় এলাকার নদীভাঙা অসহায় ও গরীব প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বে-সরকারি সংন্থা বিটা ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার আবদুল হাদী কলেজ প্রাঙ্গণে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।
চর আলগী ইউ.পি চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও বিটা’র রামগতি শাখার প্রোজেক্ট অফিসার মো: ইব্রাহীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আবদুল হাদী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন যোবায়ের, হেলফ এইজ এর প্রতিনিধি মাফিউল আযম।
‘ইনক্লুশন অফ ওন্ডার পিপল ইন ডিজাস্টার রেজিলিয়েন্স ইন সাউথ এশিয়া’ প্রকল্পের আওতায় এবং হেলফ এইজ এর সহযোগিতায় প্রবীণদের মাঝে ওই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বিটা’র রামগতি শাখার প্রোজেক্ট অফিসার মো: ইব্রাহীম বলেন, উপজেলার বড়খেরী ও চর আলগী ইউনিয়নে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করছি। এরমধ্যে বড়খেরী ও চর আলগী ইউনিয়নের ১ হাজার প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছি।