রামগতি প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি’র) স্বেচ্ছাসেবকদের ২দিন ব্যাপি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রামগতি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রশিক্ষণে সিপিপি’র ৪৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
মো. ছাইফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী অঞ্চলের সিপিপি’র উপ-পরিচালক অঞ্চল) মো. শরাফাত হোসেন খাঁন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিপিপি’র রামগতি উপজেলা টিম লিডার মাঈন উদ্দিন। সঞ্চালনা করেন সিপিপি’র ইউনিয়ন টিম লিডার মীর খবির উদ্দিন মিয়া।
প্রধান অতিথি বলেন, এ প্রশিক্ষণ ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রকৃতিক দুর্যোগে ভূমিকা রাখবে।
রামগতিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
Array
