বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র দ্বিতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উক্ত ভবনের নিচতলাতে অফিস এবং দ্বিতীয় তলায় অত্যাধুনিক রেস্ট হাউস নির্মীত হবে। বুধবার ( ২৪ মে) বেলা ১১ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কামাল হাজী বাড়ীর সামনে (আলেকজান্ডার শিক্ষা গ্রাম) লক্ষ্মীপুর-৪ আসন’র সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন উক্ত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। রামগতি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী মনিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ,পৌর মেয়র মেজবাহ উদ্দিন (মেজু),জেলার নির্বাহী প্রকৌশলী জহির সোহেল,সদর উপজেলার উপ সহকারি প্রকৌশলী নাছির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেম উক্ত জমির দাতা হাজী মোঃ কামাল উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী নেছার,নির্মাণ ঠিকাদার মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া ও আহাদুর রহমান ভূঁইয়া প্রমুখ।