রামগতি প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় হাসনা বেগম(৩০) নামের এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার চরলক্ষ্মী গ্রামের সেলিমের বাড়িতে আত্মহত্যার ওই ঘটনা ঘটে।
হাসনা বেগম চরলক্ষ্মী এলাকার যুবরাজের উদ্দিনের মেয়ে ও একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মৃত সেলিমের স্ত্রী। তার তিন পুত্র সন্তান রয়েছে। এবিষয়ে মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে।