রামগতি প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে এক কেজি গাঁজাসহ নাজমা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চর রমিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। নাজমা ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে বসতঘর থেকে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।