রামগতি প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ট্রাক ও পিকাপ মালিক ও শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে র্যালী ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি উপজেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ৮নং ওয়ার্ডে প্রশিকা ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সংগঠনের উপজেলা সভাপতি আবদুল ওয়ারেছ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ. উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: রাহিদ হোসেন, ইউনিয়নের সহ সভাপতি মনির হোসেন খন্দকার। বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ড্রাইবার, শ্রমিক নেতা মজিুবুর রহমান , দুলাল, নুরুল আমিন ড্রাইবার বাসু ড্রাইবার, রায়হান, দিদার, খোকন, বাবুল, ও আজাদ ড্রইবার প্রমূখ।